Nishi’s Story - a little true story .
Brahmin and a thief (short story)
ব্রাহ্মণ ও একটি চোর (ছোট গল্প)
একদিন এক ব্রাহ্মণ তার গোরু নিয়ে মাঠে গেল। সে গোরুটিকে একটি গাছের সঙ্গে বেঁধে দিয়ে নিজে গাছের গোড়ায় জল দেওয়ার কাজ করতে লাগল। একটি চোর তাকে দেখে মনে মনে ভাবল, এই গোরুটা যদি আমি চুরি করে নিতে পারি, তাহলে আমার কত লাভ হবে! সে তখন ব্রাহ্মণের কাছে গিয়ে বলল, 'ভাই, আপনি কি এই গোরুটাকে বিক্রি করতে চান? আমি আপনাকে একটি ভাল দাম দিতে পারি।' ব্রাহ্মণ বলল, 'না, আমি এই গোরুটাকে বিক্রি করতে চাই না। এটা আমার প্রিয় গোরু, আমি এটাকে অনেক ভালবাসি।' চোর বলল, 'তাহলে আপনি একটা কাজ করুন, আপনি এই গোরুটাকে আমার কাছে একদিনের জন্য ভাড়া দিন। আমি এটাকে মাঠে নিয়ে যাব, এটার দুধ দেব, এটাকে ভাল করে খাওয়াব। আমি আপনাকে একটি ভাল ভাড়া দিব।' ব্রাহ্মণ বলল, 'ঠিক আছে, আমি আপনাকে এই গোরুটাকে ভাড়া দিতে পারি, কিন্তু আপনি এটাকে ভাল করে রাখবেন, এবং রাতে আমার বাড়িতে ফিরিয়ে দেবেন। আমি আপনাকে একশো টাকা ভাড়া নিব।' চোর বলল, 'হ্যাঁ, আমি এটাকে ভাল করে রাখব, আর রাতে আপনার বাড়িতে ফিরিয়ে দেব। আমি আপনাকে একশো টাকা ভাড়া দিব।' এই বলে চোর গোরুটিকে ছিনিয়ে নিয়ে চলে গেল।
চোর গোরুটিকে নিয়ে একটি দূরবর্তী গ্রামে গেল। সে সেখানে একজন মালিকের কাছে গোরুটিকে বিক্রি করতে চাইল। মালিক বলল, 'এই গোরুটা আপনার নিজের গোরু না কি? আপনি এটাকে কোথা থেকে এনেছেন?' চোর বলল, 'হ্যাঁ, এই গোরুটা আমার নিজের গোরু। আমি এটাকে আমার গ্রাম থেকে এনেছি। আমি এটাকে বিক্রি করতে চাই, কারণ আমার টাকা দরকার।' মালিক বলল, 'ঠিক আছে, আমি আপনাকে এই গোরুটার জন্য দুই হাজার টাকা দিতে পারি। আপনি কি রাজি?' চোর বলল, 'হ্যাঁ, আমি রাজি। আপনি আমাকে টাকা দিন, আমি আপনাকে গোরুটা দিয়ে দেব।' এই বলে চোর টাকা নিয়ে পালিয়ে গেল।
ব্রাহ্মণ রাতে চোরের বাড়িতে গিয়ে তার গোরুটা ফেরত চাইলো, সে খেয়াল করলো তার গরুটা নেই । সে চোরকে জিজ্ঞেস করল, 'আপনি ? কিন্তু আমার গোরুটা কোথায়? তখন চোরটি ধরা পড়ে গেল।
মন্তব্যসমূহ