Nishi’s Story - a little true story .
সময় টা ঠিক মনে নেই। তবে আনুমানিক ১২/১৩ বছর আগের ঘটনা..টা, একদিন একটা এনজিওর কাজে গুলশান বনানী হয়ে ফিরছিলাম , মনে হয় সকাল ১১/১২ টার মতো , শাখা রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম , কিছু টা দূরে খেয়াল করলাম, আমার হাতের বাম পাশে ছোট্ট একটা ভিড় , তাকিয়ে দেখলাম একটা দোতলা বাড়ি, তার ভিতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, সেই বাড়িটার উপরে আমার বাম দিকে একটি জানালা ছিল, সেই জানালা দিয়ে -একটি বয়স্ক মহিলা দেখা গেল, উনার চোখেমুখে ভয় বোঝা যাচ্ছে, উনি মনে হয় লাফ দিবে , অথবা ঐ দিক দিয়ে নামার চেষ্টা করবে, তৎক্ষণাৎ আমার মনে হলো যে , ঐ দিক দিয়ে উনি যে ভাবেই নামার চেষ্টা করুক না কেন, সে নিশ্চিত পড়বে । বাড়ির পাঁচিল টা ছিল বুকের সমান, তাই শুধু আমি না, অনেকেই দেখেছে, গেটে দারোয়ান আছে , কিন্তু গেট খোলা, আর ভাবলাম না, সোজা গেট দিয়ে ভিতরে ডুকে গেলাম, একবার দারোয়ানের দিকে তাকিয়ে, প্রথমে ছোট একটি খালি জায়গা, তার পর বাড়ির
( সুযোগ পেলে..ই , মানুষ সহ , সকল সৃষ্টি কে সাহায্য করার ইচ্ছে..টা কিন্তু এখনো আমার জাগ্রত )
সংগ্রহ
মন্তব্যসমূহ