Nishi’s Story - a little true story .
এই যে ছবিটা দেখা যাচ্ছে, এই স্থান টা, কিছু দিন আগে ও একটি সম্পূর্ণ গ্রাম ছিলো , ছিলো চার
এটি একটি খেলা, তবে এই খেলায় ব্যাংকিং এর বিশেষ সুবিধা আছে। ব্যাংক যেমন সরকারের অনুমোদন নিয়ে, গ্রাহকদের টাকা, নেয়া, দেয়া, সুধ,ঘুষ, সঞ্চয় সহ সব ধরনের কার্যক্রম করে থাকে। ঠিক তেমনি,এই জুয়া খেলায় ও একটি আলাদা টিম থাকে,যারা খেলে না, কিন্তু তারা টাকা সংক্রান্ত সকল সুযোগ-সুবিধা , জুয়ারুদের দিয়ে থাকেন। সাধারণত জুয়ারিরা- ৩ পাত্তি, কাইট,ও হাজারি খেলা নির্বাচন করে থাকে। এই টিম টাকা তখনি দেয় , যখন তার কাছে, কোন টাকা অবশিষ্ট থাকে না, তবে তার বিনিময়ে, ভালো একটা লাভাংশ নিয়ে থাকে। যদি সময় মতো দিতে ব্যর্থ হয় , এর জন্য সে, ও তার পরিবারের লোকজন লাঞ্চিত হয় । তবু ও টাকা মাফ হয় না, কোন না কোন ভাবে টাকা তাকে দিতেই হয়। এছাড়াও ব্যতিক্রম ভাবে ও কোন কোন ক্ষেত্রে, লেন- দেন, হয়ে থাকে। একেক সময় একেক রকম । এছাড়া ও এই টিম টি, মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা রেখেছেন। উদাহরণ দেয়ার প্রয়োজন পরে না, তার পর ও দিলাম - শখের বশে অনেকে , এই খেলা বসে, উপভোগ করেন। অন্যতম -- (বিভিন্ন বয়সের মানুষ, এই খেলায় অংশ গ্রহণ করে, কিছু জায়গায় মহিলারাও অংশ গ্রহণ করতে দেখা গেছে। এই টিমটি যা তদারকি করেন।
তারা কিছু টা দুরত্ব রেখে, সকল প্রকার লেন দেন পরিচালনা করেন।
১, এর নির্দিষ্ট গ্রাহক আছে, এদের দিকে , খেয়াল রাখা।
২, এখানে যে কোন সময়, খেলা চলাকালীন অবস্থায়, যে কেউ জয়েন করতে পারেন। তাঁকে সুযোগ করে দেয়া।
৩, এর নির্দিষ্ট কোন সময় নেই বন্ধ করার ।
৪,এর জন্য কাগজ,ও অন্যান্য তথ্যের কোন প্রয়োজন নেই । মুখ চেনা থাকলে সুবিধা হয়, সুবিধা পাওয়া ও যায়। যেমন - লোন,
৫, সম্পূর্ণ ক্যাশ ও অন্যান্য মালামাল, সাথে সাথে ক্রয়, বিক্রয়, সুবিধা আছে ।
৬,ভাষমান হোটেল সহ , ভাষমান কাজের লোক পা ওয়া যায় ।
৭, এছাড়া ও সব ধরনের তদারকি করার মতো লোক থাকে।
৮, মদ, গাঁজা, সহ সকল গ্রাহকের প্রয়োজনীয় নেশা দ্রব্য এখানে বসেই পাওয়া যায়।
৯, পাশাপাশি নতুনদের জন্য বিশেষ সুবিধা থাকে ।
১০, এখানে যারা লেন,দেন, করে । তাদের -আসে-পাশে,খুব একটা খেয়াল রাখতে হয় না। এখানে খেয়াল রাখার জন্য নির্দিষ্ট লোক আছে।
১১, এখানে টাকা যার যে ভাবে মনে চায়, সেই ভাবেই লুকিয়ে রাখতে পারে।
১২, লেন,দেনের সময় এঁরা সবাই খুব সতর্ক থাকে।
১৩, এখানের গ্রাহক চাইলে, নিজ দায়িত্বে বাকিতে ও লেন, দেন করতে পারে।
১৪, কেউ চাইলে, লগগি এর মাধ্যমে ও বাহিরে থেকে খেলতে পারবেন।
সমস্যা ও থাকে
-------------
১, মাঝে মাঝেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান।
২, হঠাৎ করেই পরিবারের সদস্যদের আগমন।
৩, মাঝে মাঝেই প্রকাশে হাতাহাতি,ও চুরির এলজাম।
৪, গ্রাহক বাকি টাকা দিতে অস্বীকৃতি জানায়।৫, পরবর্তী সময়ে অংশগ্রহণ করতে, গ্রাহক কে সব ধরনের কাজ সহ , অতিরিক্ত পরিশ্রম করতে হয়।
৬, অবশেষে - ( পাক্কা,জুয়ারু) উপাধি,
-------------
অথচো, এরাই যদি এই টাকা সংসারে, ঠিক মতো দিয়ে,কাজ,কামে মন দিতো, কতো সুন্দর ভাবে, এই সংসার ও সমাজে চলতে পারতো।
সংগ্রহ
মন্তব্যসমূহ