Nishi’s Story - a little true story .
পুরনো ঢাকার রাস্তায়- রিক্সায় একটু সমস্যা হতো বটে, কিন্তু ঢাকা মেডিকেল রাস্তায় এসে পড়লে, আর সমস্যা হতো না। তখন শুরু হতো - আইয়ুব বাচ্চু, জেমস, হাসান, মাইলস -এর গান নিজ কন্ঠে, আমার সব বন্ধুদের গান প্রিয় ছিল , এবং সবাই গান গাইতে পারতো । এর মধ্যে ২/৩ জনের গানের গলা চমৎকার ছিল । দুই, একজন তো এই গানের গলা দিয়ে, মানে গান গেয়ে মেয়ে ও পটাইছে , এবং বিয়ে ও করেছে । তাদের সঙ্গে অন্য দিন গল্পে পরিচয় করিয়ে দিব। হঠাৎ কোন দিকে যাবো ? বায়ে বলে , ভাবলাম ওর শাস্তি কি দেয়া যায় ? অনেক কিছুই ভাবলাম কিন্তু ঠিক করলাম অন্য কিছু, রিক্সা থেকে নেমে জিজ্ঞাসা করলাম, মামা ভাড়া কতো ? বাঁকা করে উওর আসলো - যানেন না কতো ? হুম কতো ? ১০০ টাকা 💰 , দুর মামা এত টাকা ভাড়া নাকি? বেশি কথা বইলেন না , ভাড়া দেন । রাগত স্বরে । ওর কলার টা - চাপ দিয়ে ধরে, কাঠের একটি ছোট্ট দরজার ভিতরে ধাক্কা দিয়ে , বাহিরে হতে টাইট করে আটকিয়ে দিলাম , ব্যাস ওর কাহিনী শুরু, তখন রাত আনুমানিক ১০টা ২০ কি ৩০ হবে। ঐ মামা দরজা খুলেন , নয়তো দরজা ভেঙে ফেলবো । বলে ধাক্কা , ধাক্কী শুরু, আমি , আমার ঐ বন্ধু গেটের সামনে দাঁড়িয়ে হাঁসছি, ওর চিল্লাচিল্লি..তে কয়েকজন দাঁড়িয়ে গেল । আর জিজ্ঞেস করলো ,কি হইছে ? বললাম একটু শাস্তি দিচ্ছি । আস্তে আস্তে আর ও ভিড় হতে লাগলো । সে যাই হোক , ঘরটা অন্ধকার ছিল বলে ,ঐ ঠিক ভাবতে পারলো না ,যে সে কোথায় আছে । আমরা ওর জোরালো কন্ঠে শুনতে পেলাম - ঐ ভাই দরজা খুলেন নয়তো , ভাইঙ্গা ফালামু , এইরকম করলো ৫/৭ মিনিট, আমারা হাসতে লাগলাম। এইবার ঐ লাইট জ্বালিয়েছে । তার পর....ওরে মারে,ওরে....বাবা রে , বলে পাগলা হয়ে গেল , সেই গলার জোর, আর দরজায় লাথি মারার শব্দে, আমি সাথে সাথে দরজা খুলে দিলাম , এক দৌড়ে ... রিক্সা ফেলেই, পাগলা বেল্লা পাড়, সাথে আমার ও দৌড়ে গেলাম ,ওকে ধরে আনার জন্য , কিন্তু পাগলা.. কে আর এই দিকে, আনতে..ই পারলাম না । বড় রাস্তায় লোকজন ভিড় হয়ে গেল ,ওর ভয়ার্ত কন্ঠে। ওর শেষ টা এমন ছিল---- মামা জিবনে এই দিকে আর আসবো না । কার হতে ভাড়া..ও আর বেশি চাইবো না । মামা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। অনেক চেষ্টা করে ওরে- 🍞 রুটি আর চা খাওয়ালাম। তার পর ওর হাতে ২০০ টাকা জোড় করে দিয়ে ,ওকে Sorry বল্লাম। তার পর বিদায় - আহ্ সে কি বিদায় পর্ব ( আশা করি সবাই বুঝতে পেরেছেন । রুম..টা কিসের ছিল ? এবং তার ভয় পাওয়ার, কারন কি ছিল ? ) ( সংগ্রহ)
মন্তব্যসমূহ